বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে শেয়ারবাজারের লোকজন

শেয়ারবাজার খোলার সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ব্যাংকের দিকে তাকিয়ে আছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ব্যাংক খুললে শেয়ারবাজারও খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। প্রথম আলোকে আজ মঙ্গলবার তিনি বলেন, ব্যাংক খোলার রাখার বিষয়ে মন্ত্রী পরিষদের প্রজ্ঞাপনটি আমরা দেখেছি। এখন অপেক্ষা করছি বাংলাদেশ ব্যাংক কী সিদ্ধান্ত নেয় তার জন্য। তার ভিত্তিতে শেয়ারবাজার চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম আরও বলেন, যদি ব্যাংক খুলে দেওয়া হয় তাহলে শেয়ারবাজারও খুলে দেওয়া হবে।  
এর আগে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাল থেকে এক সপ্তাহের জন্য শেয়ারবাজার বন্ধের নির্দেশনা জারি করে বিএসইসি। সেই অনুযায়ী, বিএসইসির কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে দুই স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা অনেকটা ছুটির আমেজ নিয়ে বাসায় ফিরে যান। বাসায় ফিরে দুপুরের পর আবার শুরু হয়েছে চিন্তা। সেই চিন্তা শেয়ারবাজার খুলবে কী, খুলবে না তা নিয়ে। আর সেই অপেক্ষা শেষ হবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আসার পর।

আরও পড়ুন

এর আগে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাল থেকে এক সপ্তাহের জন্য শেয়ারবাজার বন্ধের নির্দেশনা জারি করে বিএসইসি। সেই অনুযায়ী, বিএসইসির কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে দুই স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা অনেকটা ছুটির আমেজ নিয়ে বাসায় ফিরে যান। বাসায় ফিরে দুপুরের পর আবার শুরু হয়েছে চিন্তা। সেই চিন্তা শেয়ারবাজার খুলবে কী, খুলবে না তা নিয়ে। আর সেই অপেক্ষা শেষ হবে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত আসার পর।