বিধিনিষেধের দ্বিতীয় দিনেও বড় উত্থান শেয়ারবাজারে

করোনার সংক্রমণ প্রতিরোধে নেওয়া বিধিনিষেধ আরোপের দুই দিনে শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক বেড়েছে ১০৩ পয়েন্ট। গতকাল সোমবার সূচকটি বেড়েছিল ৮৮ পয়েন্ট। দুই দিনে বেড়েছে মোট ১৯১ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২৯৭ পয়েন্ট।

ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির, কমেছে ১৫টির, অপরিবর্তিত আছে ৯১টির দর। দুই ঘণ্টায় আজ লেনদেন হয়েছে ৫০৮ কোটি টাকা। গতকালের থেকে যা বেশি। গতকাল লেনদেন হয় ২৩৬ কোটি ৬০ লাখ টাকার।

আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, রবি, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট, প্রভাতি ইনস্যুরেন্স, সামিট পাওয়ার, লাফার্জ হোলসিম বাংলাদেশ ও দেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, সিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১২টির, অপরিবর্তিত আছে ৩০টির দর।