বিমার উল্লম্ফনে নেতিবাচক সূচক

বিমা খাতের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পুরো শেয়ারবাজারকে অস্থির করে তুলেছে। তারই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিমা খাতের বেশির ভাগ শেয়ারের অস্বাভাবিক উত্থান হলেও অন্যান্য শেয়ারের দরপতন ঘটেছে। তাতে দিন শেষে বাজারে সূচক কমে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে ২৪ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ৪২ পয়েন্ট। সূচক কমলেও দুই বাজারে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।

ঢাকায় গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৮টিই ছিল বিমা খাতের। আবার লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল বিমা খাতের। বেশ কিছু বিমা কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য ছিল। দিনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধির পর এসব শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে। এরই মধ্যে বিমা খাতের বেশ কিছু কোম্পানির শেয়ারের দাম তিন মাসের অস্বাভাবিক উত্থানে দ্বিগুণ থেকে চার গুণ হয়ে গেছে। আর অস্বাভাবিক উত্থানে অন্যান্য খাতের শেয়ারের দাম পড়ে যাচ্ছে। কারণ, অধিক লাভের আশায় সাধারণ বিনিয়োগকারীরা হাতের অন্যান্য শেয়ার বিক্রি করে এ খাতে ঝুঁকছেন। ফলে বাজারে একধরনের অসামঞ্জস্য অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।