লভ্যাংশ ঘোষণা এএফসি এগ্রো বায়োটেকের, দর বাড়ছে ডিএসইতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ওই সময়ের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের শূন্য দশমিক ৫ শতাংশ লভ্যাংশ দেবে। অর্থাৎ শেয়ার প্রতি ৫ পয়সা লভ্যাংশ দেবে কোম্পানিটি।

গতকাল শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আজ রোববার লেনদেনের প্রথম ২০ মিনিটে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা। লেনদেন হচ্ছে ৩৪ টাকা ৪০ পয়সায়।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৩২ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।