শেয়ারবাজারে আজ থেকে শুরু হচ্ছে বিডি থাই ফুডের লেনদেন

শেয়ারবাজারে আজ সোমবার লেনদেন শুরু হচ্ছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের। নতুন তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এটি ‘এন’ শ্রেণিভুক্ত হবে। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির তালিকাভুক্তি-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর শেয়ারের চাঁদা গ্রহণ সম্পন্ন হয়। কোম্পানিটি আইপিওতে দেড় কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করেছে। প্রতিটি শেয়ার বিক্রি করা হয় ১০ টাকা অভিহিত মূল্যে। কোম্পানিটি আইপিওর টাকায় যন্ত্রপাতি কেনার পাশাপাশি ভবন নির্মাণ, জমির উন্নয়ন করবে।

এদিকে লেনদেন শুরুর আগে গতকাল কোম্পানিটি অর্ধবার্ষিক (গত জুলাই-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, ছয় মাস শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৩১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।