শেয়ারবাজারে আজও উত্থানে সূচক

আজও সূচক বাড়ছে শেয়ারবাজারে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০৫ পয়েন্ট।

ডিএসইতে আজ এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৭৭১ কোটি ২৩ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৫৪টির, অপরিবর্তিত আছে ৪৭টির দর।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি, রবি, সিটি ব্যাংক, সাইফ পাওয়ার, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, ম্যাকসন স্পিনিং ও বিএটিবিসি।

গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৬৩ পয়েন্ট। মোট লেনদেন হয় ১ হাজার ৪১৮ কোটি টাকার।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২২টির, অপরিবর্তিত আছে ২৫টির দর।