শেয়ারবাজারে সূচকের উত্থান পতনে লেনদেন

সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ সোমবার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দুপুর ১২টা নাগাদ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্যদিকে, এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২২ পয়েন্ট।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে ৬৬৪ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ৪৯টির দর।

এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সোনালি লাইফ ইনস্যুরেন্স, বেক্সিমকো, বিডি ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেয়া কসমেটিকস, বিকন ফার্মা, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, পাওয়ার গ্রিড ও আমান ফিড।

গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ৩৫ পয়েন্ট।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত আছে ৩০টির দর।