সম্মিলিত বিনিয়োগে সম্মত সরকারি পাঁচ প্রতিষ্ঠান

আইনি সীমার মধ্যে থেকে শেয়ারবাজারে সম্মিলিতভাবে বিনিয়োগ বাড়াবে রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংক ও একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রুপালী ব্যাংক, জনতা ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানগুলো বাজারে বিনিয়োগ বাড়াবে। আর শেয়ারবাজারে রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ বৃদ্ধির বিষয়টি সমন্বয়ে জনতা ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফওকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত পাঁচ প্রতিষ্ঠানের সিএফওদের সঙ্গে গতকাল রোববার বিকেলে বৈঠক করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা যায়, বিএসইসির পক্ষ থেকে প্রতিষ্ঠান পাঁচটিকে সম্মিলিতভাবে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়।

বলা হয়, আইনি সীমার মধ্যে থেকে এসব প্রতিষ্ঠানের বাজারে বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। তবে বিচ্ছিন্নভাবে এ বিনিয়োগ না করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যদি নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগ করে, তবে বাজারে তার ইতিবাচক প্রভাব বেশি পড়বে।

বাজার পরিস্থিতি

এদিকে শেয়ারবাজারে বিমা খাতের দাপট যেন শেষই হচ্ছে না। বিমা খাতের এ দাপটের কারণে অন্যান্য খাতের শেয়ারের তেমন একটা লেনদেনই হচ্ছে না। এতে বিমা খাত বাদে অন্যান্য শেয়ারের দরপতন ঘটছে, কমছে সূচক। এ কারণে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল এক দিনেই ৫৯ পয়েন্ট বা প্রায় সোয়া এক শতাংশের মতো কমে গেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ১৪৯ পয়েন্ট বা ১ শতাংশের বেশি। ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া ৩৫৫ কোম্পানির মধ্যে ৬৭ শতাংশ বা ২৩৯টিরই দাম কমেছে। দাম বেড়েছে প্রায় ২৩ শতাংশ বা ৮০টির আর অপরিবর্তিত ছিল ১০ শতাংশ বা ৩৬টির। ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধি পাওয়া ৮০ কোম্পানির মধ্যে ৩৩টি বা ৪১ শতাংশই ছিল বিমা খাতের।

ঢাকার বাজারে গতকাল মূল্যবৃদ্ধির দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল বিমা খাতের। আবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল বিমা খাতের।

বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কিছুদিন ধরে বিমা খাতের কোম্পানির শেয়ারের দাম একটানা বাড়ছে। এ কারণে বিনিয়োগকারীরা বেশি মুনাফার আশায় এ খাতের প্রতি ঝুঁকছেন।