সূচক নিম্নমুখী শেয়ারবাজারে

সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম ১ ঘণ্টার লেনদেনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে ৭ পয়েন্ট।

১৪ এপ্রিল থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। লকডাউনে ব্যাংক খোলা থাকায় শেয়ারবাজারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনের মধ্যে গত বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স বাড়ে ৫১ পয়েন্ট। তবে আজ শুরুতে সূচক বাড়লেও কিছুক্ষণের মধ্যেই কমতে শুরু করে।

ডিএসইতে এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৮১টির, বেড়েছে ৮২টির, অপরিবর্তিত আছে ৬৭টির দর। লেনদেন হয়েছে ২৫৩ কোটি ২৩ লাখ টাকার।

অন্যদিকে সিএসইতে এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ৫৮টির, বেড়েছে ৪৯টির, অপরিবর্তিত আছে ১৯টির দর। লেনদেন হয়েছে ৭ কোটি ৩৭ লাখ টাকার।