সূচকের উত্থানে লেনদেন শেয়ারবাজারে

সূচক বেড়েছে শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেনের শুরুতে একটা নিম্নমুখী প্রবণতা ছিল। তবে কিছুক্ষণ পরই সূচক বাড়কে থাকে। ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৬৫টির, অপরিবর্তিত আছে ৮০টির দর। মোট লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৬ লাখ টাকার।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বিডি ফাইন্যান্স, বিএটিবিসি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইনস্যুরেন্স কোম্পানি, আরডি ফুড ও এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্রিমিয়ার ইনস্যুরেন্স, মাইডাস ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট, আরডিফুড, বে লিজিং, সেন্ট্রাল ফার্মা, প্রভাতি ইনস্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর। মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৬৯ লাখ টাকার।