সূচকের উত্থানে লেনদেন শেয়ারবাজারে

গতকাল বড় দরপতনের পর আজ সূচকের উত্থান দেখা যাচ্ছে শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেনের আধা ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭১ পয়েন্ট।

ডিএসইতে বেলা সাড়ে ১০টা নাগাদ লেনদেন হয়েছিল ১৮৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩ টির, কমেছে ৯০ টির, অপরিবর্তিত আছে ৫০ টির দর।

গতকাল ডিএসইএক্স সূচক কমে ৬৩ পয়েন্ট। মোট লেনদেন হয় ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার।

অন্যদিকে সিএসইতে এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯ টির, কমেছে ২৭ টির, অপরিবর্তিত আছে ১৫ টির দর।