সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়বে বাজেটে– অর্থ প্রতিমন্ত্রী

ওয়াসিকা আয়শা খান

জলবায়ু পরিবর্তনের অভিঘাত নিয়ে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে একটি বিশ্লেষণ থাকবে। বাজেট উপস্থাপনের সময়ই তা তুলে ধরা হবে এবং বিষয়টি প্রথমবারের মতো বাজেটে আসবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কী হতে পারে, তা আগের বাজেটগুলোতে ছিল না। এবারই প্রথম এ নিয়ে বিশ্লেষণ থাকবে।’

আগামী অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা কিছুটা বাড়ানো হবে বলেও জানান অর্থ প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিম্ন ও স্বল্প আয়ের মানুষের মধ্যে বিনা মূল্যে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।

পাচার হওয়া অর্থ উদ্ধারে করছাড় নিয়েও কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী। বলেন, ‘এটা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে জানতে হবে। রাজস্ব আহরণের বিষয়টি তাদের এখতিয়ার। আমি শুনেছি, এ ব্যাপারে গতবারের মতোই কিছুটা ছাড়ের ব্যবস্থা আছে। তবে হারটা বলতে পারছি না।’

বাংলাদেশ ঋণনির্ভর উন্নয়নের দিকে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘ঋণনির্ভর উন্নয়নের দিকে যাচ্ছি না। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় আমাদের ঋণের পরিমাণ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অনেক কম। ঋণ নেওয়ার সক্ষমতা আছে আমাদের। ঋণ পরিশোধের রেকর্ডও ভালো আমাদের। বাংলাদেশ কখনো কোনো ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি। ঋণনির্ভর উন্নয়ন, এ কথা বলা ঠিক নয়।’

মূল্যস্ফীতি নিয়ে ওয়াসিকা আয়শা খান বলেন, করোনা মহামারির পর এসেছে যুদ্ধ। তখন জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্বজুড়েই মূল্যস্ফীতি বেড়েছে। অনেক দেশে ৬০ শতাংশের বেশি মূল্যস্ফীতিও আছে। তবে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্যসহায়তা চলমান আছে।