মোস্তাফিজ ইস্যু: বাংলাদেশ–ভারত কারও জন্য ভালো নয়
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে বলেছেন, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। এ ঘটনার শুরু বাংলাদেশ থেকে না হলেও এটি দুই দেশের জন্যই দুঃখজনক। অর্থনীতিতে এর কোনো প্রভাব পড়বে না জানালেও পারস্পরিক সম্পর্কের বিষয়ে তিনি মন্তব্য করেননি। এটি একটি আবেগপ্রবণ কাজ উল্লেখ করে তিনি দুই পক্ষকে বিবেচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দেন, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।