ঢাকায় শুরু হচ্ছে তিন দিনের মোটর প্রদর্শনী

নতুন গাড়ি, মোটরসাইকেল, আনুষঙ্গিক যন্ত্রাংশসহ নানা রকম অটোমোবাইল পণ্যের প্রদর্শন করতে শুরু হচ্ছে ১৭তম ঢাকা মোটর শো। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তিন দিনের এ প্রদর্শনী শুরু হবে ২৩ মে, চলবে ২৫ মে পর্যন্ত।

ঢাকা মোটর শোয়ের পাশাপাশি একই ছাদের নিচে অনুষ্ঠিত হবে ৮ম ঢাকা বাইক শো ২০২৪, ৭ম ঢাকা অটো পার্টস শো ২০২৪ ও ৬ষ্ঠ ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৪। প্রদর্শনী চারটি আয়োজন করেছে বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমন-গ্লোবাল ইউএসএ)।

প্রদর্শনী নিয়ে আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কথা বলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম। আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম ও ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ের পরিচালক অভিষেক দাস।

আয়োজকেরা বলেন, ঢাকা মোটর শো বাংলাদেশের মোটরবাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের অর্থাৎ  অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। এর মাধ্যমে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা নতুন গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্যনতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

প্রদর্শনী ছাড়াও সেমস-গ্লোবাল ও বাংলাদেশ মোটর স্পোর্টসের যৌথ আয়োজনে পৃথক দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৩ মে অনুষ্ঠিত হবে মোটরবাইক প্রতিযোগিতা ১ম ডার্ট ট্র্যাক চ্যাম্পিয়নশিপ ২০২৪, ২৫ মে অনুষ্ঠিত হবে ৪র্থ র‍্যালিক্রস চ্যাম্পিয়নশিপ ২০২৪।

সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, ঢাকা মোটর শো ও অন্য তিনটি প্রদর্শনী দেশের মোটরপ্রেমী ও অটোমোবাইলশিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য ওয়ান–স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান–প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। একই সঙ্গে বাংলাদেশের মোটরবাইক, যানবাহন ও মোটর স্পোর্টস–সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে এসব প্রদর্শনী সহায়ক ভূমিকা পালন করবে।

মেহেরুন এন ইসলাম বলেন, ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বাণিজ্যিক যানবাহনশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী। এটি বাংলাদেশে বাণিজ্যিক গাড়ির উৎপাদন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা অটোপার্টস শো বাংলাদেশের একমাত্র বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি ও অটো উপাদানের প্রদর্শনী।

ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো, ঢাকা অটোপার্টস শো ও ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শোতে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশ থেকে ১৭৫টির বেশি কোম্পানি অংশ নেবে। প্রদর্শনীগুলোর ৬০০টি বুথে অংশ নেবে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি ও বাইক। এ ছাড়া এই প্রথম বৈদ্যুতিক যান (ইভি) প্রদর্শিত হবে প্রদর্শনীতে।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে সেমস-গ্লোবালের ওয়েবসাইট থেকে।