সম্মেলন সফল, দাবি এফবিসিসিআইয়ের 

বাংলাদেশ ব্যবসা সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যবসা সম্মেলন ২০২৩ মোটামুটি সফল হয়েছে এবং এতে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে সৌদি আরব থেকে মোটা অঙ্কের বিনিয়োগ আসবে বলে মনে করেন এর আয়োজক এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এটি দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ এ সংগঠনের প্রথম আয়োজন।

গতকাল সোমবার সম্মেলনের সমাপনী পর্বে সংবাদ সম্মেলনে মো. জসিম উদ্দিন বলেন, ২০৪০ সালের আগে বাংলাদেশকে ট্রিলিয়ন
ডলার অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে এ সম্মেলনের আয়োজন করা হয়। তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে নিবন্ধনের মাধ্যমে দেশ-বিদেশের হাজারখানেক ব্যবসায়ী ও নীতিনির্ধারক অংশ নেন। এর মধ্যে বিদেশি অংশগ্রহণকারী প্রায় ৩০০ জন।

সংবাদ সম্মেলনে মো. জসিম উদ্দিন বলেন, ‘বিনিয়োগের উদ্দেশ্যে এ সম্মেলন করা হয়নি। এর মাধ্যমে বিদেশিদের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি জানাতে চেয়েছি। সেটা সফল হয়েছে। এতে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বাড়বে। দেশীয় চাহিদা, ভৌগোলিক সুবিধা ও সমুদ্রবন্দর থাকার ফলে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে চান।’