গতকাল সোমবার সম্মেলনের সমাপনী পর্বে সংবাদ সম্মেলনে মো. জসিম উদ্দিন বলেন, ২০৪০ সালের আগে বাংলাদেশকে ট্রিলিয়ন
ডলার অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে এ সম্মেলনের আয়োজন করা হয়। তিন দিনের এ আন্তর্জাতিক সম্মেলনে নিবন্ধনের মাধ্যমে দেশ-বিদেশের হাজারখানেক ব্যবসায়ী ও নীতিনির্ধারক অংশ নেন। এর মধ্যে বিদেশি অংশগ্রহণকারী প্রায় ৩০০ জন।
সংবাদ সম্মেলনে মো. জসিম উদ্দিন বলেন, ‘বিনিয়োগের উদ্দেশ্যে এ সম্মেলন করা হয়নি। এর মাধ্যমে বিদেশিদের ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি জানাতে চেয়েছি। সেটা সফল হয়েছে। এতে ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ বাড়বে। দেশীয় চাহিদা, ভৌগোলিক সুবিধা ও সমুদ্রবন্দর থাকার ফলে বিদেশিরা এখানে বিনিয়োগ করতে চান।’