ইসলামিক অর্থায়ন করতে পারবে আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ
ইসলামিক উইং খোলার অনুমোদন পেয়েছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে ডিবিএইচকে এই অনুমোদন দেয়। এখন ডিবিএইচ তাদের সব শাখার মাধ্যমে গ্রাহকদের শরিয়াহভিত্তিক সেবা প্রদান করবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগে অনেক ব্যাংক প্রচলিত ব্যাংকের পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবার অনুমোদন নিয়ে আসছিল। এখন আর্থিক প্রতিষ্ঠানগুলোও এই পথে ঝুঁকছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়ায় ইসলামি ব্যাংকিং ব্যবসা জনপ্রিয় হচ্ছে বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
১৯৯৬ সালে যাত্রা শুরু করা ডিবিএইচ প্রতিষ্ঠার পর থেকে দেশে গৃহঋণ দিয়ে যাচ্ছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচের উদ্যোক্তা হলো ব্র্যাক, গ্রিন ডেলটা ইনস্যুরেন্স ও ডেলটা লাইফ ইনস্যুরেন্স। আর্থিক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে রয়েছেন এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ডিবিএইচ বর্তমানে ১৪টি শাখার মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে যাচ্ছে।
ডিবিএইচের ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন বলেন, ‘এই অনুমোদন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। শরিয়াহভিত্তিক ইসলামিক সেবার চাহিদা বাড়ছে। আমরা সুদক্ষ ও স্বাধীন শরিয়াহ সুপারভাইজারি কমিটির তত্ত্বাবধানে প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন আমরা শরিয়াহভিত্তিক মুদারাবা আমানত ও ইসলামিক হোম ফাইন্যান্স সেবা প্রদানের জন্য প্রস্তুত। ইসলামিক ফাইন্যান্সিং উইং আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে এবং আমরা আমাদের গ্রাহকদের শরিয়াহসম্মত সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।’
২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ডিবিএইচ পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা।