২২ অক্টোবর বন্ধ থাকবে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

জুয়েলারি দোকান
ফাইল ছবি: প্রথম আলো

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জুয়েলার্স সমিতি বলেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অষ্টমী পূজার দিন, অর্থাৎ ২২ অক্টোবর (রোববার) রাজধানী ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, ইতিমধ্যে অনেক গ্রাহক পূজা উপলক্ষে পছন্দের জুয়েলারি পণ্যের অর্ডার দিয়েছেন। এ ছাড়া আগামী কয়েক দিনে আরও অনেকে রেডিমেড বা তৈরি জুয়েলারি পণ্যও কিনবেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি ও সিরাজ জুয়েলার্সের মালিক দেওয়ান আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাধারণত আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানের বাইরে ঈদ-পূজার মতো উৎসবে জুয়েলারি পণ্যের চাহিদা কিছুটা বেশি থাকে। ফলে এবারের দুর্গাপূজাতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।’

তবে গত এক বছরে সোনার দাম অনেক বেড়েছে। পাশাপাশি অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। ফলে সার্বিক বেচাকেনায় কিছুটা প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন দেওয়ান আমিনুল ইসলাম।

সর্বশেষ গত বুধবার দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বৃদ্ধির ঘোষণা দেয় সংগঠনটি। এতে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ৯৯ হাজার ৩৭৭ টাকা। এ ছাড়া বর্তমানে হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হচ্ছে।