টাকা ফেরত চান পিপলস লিজিংয়ের আমানতকারীরা

গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন আমানতকারীরা

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) আমানতকারীরা তাঁদের জমানো টাকা ও সুদ ফেরত চেয়েছেন। এ জন্য তাঁরা গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টন এলাকায় বক্স কালভার্ট রোডে পিপলস লিজিং কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন।

নানা অনিয়ম ও দুর্নীতির কারণে পিপলস লিজিংয়ের কার্যক্রম প্রায় বন্ধ। পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ফলে আমানতকারীরা তাঁদের জমানো টাকা ফেরত পাচ্ছেন না। এখন আদালতের নিযুক্ত পরিচালকেরা প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছেন।

মানববন্ধনে প্রতিষ্ঠানটির আমানতকারীরা বলেন, দুই বছর ধরে নতুন পর্ষদ কাজ করলেও গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। পিপলস লিজিং আমানতকারীদের কারণে বন্ধ হয়নি। এটি বন্ধ হওয়ার দায় বাংলাদেশ ব্যাংক কোনোভাবেই এড়াতে পারবে না। এখন পর্ষদ সদস্যরা প্রতি মাসে ৫০ হাজার টাকা করে সম্মানী নেন। অথচ গ্রাহকদের কেউ জমানো টাকা ফেরত পাচ্ছেন না। এতে অনেকের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। অনেক পরিবারের শিশুদের শিক্ষা বন্ধ হওয়ার উপক্রম।

আমানতকারীরা বলেন, এরই মধ্যে ১৪ আমানতকারী মারা গেছেন। প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ যাঁরা অনিয়মে জড়িত, তাঁদের সবাইকে শাস্তি দিতে হবে।

মানববন্ধন শেষে আমানতকারীরা পিপলস লিজিংয়ে একটি স্মারকলিপি জমা দেন। এটি ছিল আমানতকারীদের ১৪তম মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান। এরপরও সমস্যার সমাধান হচ্ছে না।