গাজীপুরে আরলা ফুডসের নতুন দুগ্ধ কারখানা উদ্বোধন

বৈশ্বিক ডেইরি সমবায় আরলা ফুডসের স্থানীয় অঙ্গপ্রতিষ্ঠান ও ‘ডানো’র প্রস্তুতকারক আরলা ফুডস বাংলাদেশ সম্প্রতি গাজীপুরে নতুন একটি ইউএইচটি দুধের কারখানা উদ্বোধন করেছে। ব্যবসায়িক অংশীদার মিউচুয়াল গ্রুপের সঙ্গে যৌথভাবে কারখানাটিতে প্রায় ১৫ মিলিয়ন বা দেড় কোটি ইউরো বিনিয়োগ করা হয়েছে। আর এটি হচ্ছে বাংলাদেশে আরলা ফুডসের সর্ববৃহৎ বিনিয়োগ।

উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পুষ্টির প্রতিশ্রুতিসহ আধুনিক, নিরাপদ ও টেকসই দুগ্ধ উৎপাদনের জন্য এই কারখানা একটি নতুন মানদণ্ড হতে চলেছে। আরলা ফুডসের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার পূরণে এ দেশে একটি নতুন ইউএইচটি দুধের ব্র্যান্ডের উৎপাদন হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুর রহমান, বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, আরলা ফুডস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লরেন্ট পন্টি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরলা ফুডসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

মো. আবদুর রহমান আরও বলেন, ‘বাংলাদেশ দুগ্ধ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আমরা বেসরকারি খাতের অবদানকে স্বাগত জানাচ্ছি। দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে আরলা ফুডসের উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করছি, কারখানাটি শুধু নিরাপদ ও পুষ্টিকর পণ্যই সরবরাহ করবে না, দেশের অর্থনীতিতেও অবদান রাখতে সক্ষম হবে।’

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার বলেন, আরলা ফুডসের এই নতুন কারখানা ডেনমার্ক ও বাংলাদেশের পারস্পরিক সুসম্পর্কের আরেকটি সাফল্যের পরিচায়ক। আরলা কয়েক দশক ধরে দুগ্ধ খাতের গুরুত্বপূর্ণ অংশীজন হিসেবে এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখে চলেছে। সহযোগিতামূলক অংশীদারত্বের মাধ্যমে সব সময়ই ইতিবাচক ফলাফল লাভ করা সম্ভব।

আরলা ফুডস বাংলাদেশের এমডি লরেন্ট পন্টি বলেন, ‘আরলা ফুডস বিশ্বব্যাপী অভিনব পণ্যের জন্য পরিচিত। আমরা বাংলাদেশে পুষ্টিকর ও পরিবেশবান্ধব দুগ্ধজাত পণ্য নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ দিনের অংশীদারত্বের জন্য মিউচুয়াল গ্রুপ এবং দুগ্ধ খাতে আমাদের অবদান রাখার সুযোগ দেওয়ায় আমি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আরলা ফুডস বাংলাদেশে জনপ্রিয় দুধের ব্র্যান্ড ডানোর প্রস্তুতকারক। দুধগুলোর মধ্যে রয়েছে ডানো পাওয়ার, ডানো ডেইলি পুষ্টি ও ডানো ডিলাইট। ডানো টানা ৯ বছর সেরা মিল্ক ব্র্যান্ড হিসেবে সম্মাননা লাভ করেছে।