বাজার স্বাভাবিক রাখতে ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চায় এফবিসিসিআই
নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্যসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোক্তা ও ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। ব্যবসায়ী ও ভোক্তার সম্মিলিত সহযোগিতা এই উদ্যোগকে আরও টেকসই ও ফলপ্রসূ করবে।
এফবিসিসিআইয়ের উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি, মজুত, সরবরাহ, মূল্য ও বাজার পরিস্থিতিবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী। ঢাকার বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতি যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতির সভাপতি আতিক উল্যাহ সভাপতিত্ব করেন।
এফবিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, পবিত্র রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে বলে সভায় ব্যবসায়ী ও বাজার কমিটিগুলোর নেতারা আশ্বাস দিয়েছেন।
সভায় মো. আমিন হেলালী বলেন, ভোক্তার ভোগান্তি ও ব্যবসায়ীদের যাতে খারাপ অপবাদ না হয়, সে জন্য এফবিসিসিআই কাজ করছে। তবে শুধু ভোক্তা কিংবা ব্যবসায়ীদের পক্ষে একতরফাভাবে সমস্যার সমাধান সম্ভব নয়। এ জন্য উভয় পক্ষের সহযোগিতা চেয়েছেন এফবিসিসিআইয়ের এই জ্যেষ্ঠ সহসভাপতি।
ভোক্তাদের কথা বিবেচনা করে ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখার লক্ষ্যে আগামী ঈদ পর্যন্ত এফবিসিসিআই নিয়মিত রাজধানীর বিভিন্ন মার্কেটে মনিটরিং ও সতর্কতামূলক সভা চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমিন হেলালী। তিনি বলেন, ‘এফবিসিসিআইয়ের অধীন সব ব্যবসায়ী যাতে ট্রেড লাইসেন্সসহ যাবতীয় নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করেন, সেদিকে আমরা এগোচ্ছি। একদিনে হয়তো সব সমস্যার সমাধান হবে না। কিন্তু এফবিসিসিআই এ ব্যাপারে কাজ করছে। এরপর ভোক্তা কিংবা ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়গুলো নিয়ে বাস্তবভিত্তিক সুপারিশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।’
অসৎ ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে মো. আমিন হেলালী বলেন, শুধু ব্যবসায়ী নয়, সব ক্ষেত্রেই দুষ্কৃতকারী রয়েছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। অসৎ উপায়ে ব্যবসা পরিচালনা করলে সরকারের কাছে তাদের নাম-পরিচয় প্রকাশ করে শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন মো. আমিন হেলালী।
সভায় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, শহিদুল হক মোল্লা, কাওসার আহমেদ, নিয়াজ আলী চিশতী, সৈয়দ মো. বখতিয়ার, হাজী মো. আবুল হাসেমসহ নিউ সুপার মার্কেট (উ.) ডি-ব্লক দোকান মালিক সমিতি ও বনলতা মার্কেট ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।