কোম্পানির নামের ছাড়পত্র ও নিবন্ধন সহজ হয়েছে, পাওয়া যাবে এক আবেদনেই

বিডার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়
ছবি: প্রথম আলো

দেশে নতুন কোনো কোম্পানি করতে হলে প্রথমে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) থেকে নামের ছাড়পত্র নিতে হয়। নামের ছাড়পত্র পাওয়া গেলে পুনরায় কোম্পানির নিবন্ধনের জন্য আবেদন করতে হয়। দুটি আবেদনের জন্য পৃথকভাবে ফি দিতে হয়।

দুটি ধাপই এখন একটিমাত্র আবেদনের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ফি পরিশোধও একবারে সম্পন্ন হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন এক দরজায় সেবা বা ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের মাধ্যমে এই সেবা নিতে পারবেন উদ্যোক্তারা।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ওএসএসের মাধ্যমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের একটি, বিডার দুটিসহ মোট চারটি নতুন সেবার কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।

ওএসএসে যুক্ত হওয়া নতুন সেবা চারটি হলো আরজেএসসির সিঙ্গেল প্রসেস (নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন ও পেমেন্ট ফি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দখল সনদ প্রদান এবং বিডার ভিআইপি লাউঞ্জ ব্যবহার ও ওয়েভার অব কন্ডিশন ৭ প্রদান।

বিডার কর্মকর্তারা জানিয়েছেন, শিল্প স্থাপনের ক্ষেত্রে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ভূমি ব্যবহারের ছাড়পত্র, ইমারত বা স্থাপনা নির্মাণের অনুমোদন, বৃহৎ বা বিশেষ প্রকল্প তৈরির ছাড়পত্র এবং জমি নেওয়া বা স্থাপনা তৈরির পর সেটার দখল সনদ ইত্যাদি বিষয়ে অনুমোদন নিতে হয়। এর মধ্যে প্রথম তিনটি সেবা আগে থেকে বিডার ওএসএসে যুক্ত ছিল। আজ নতুন করে দখল সনদ সেবা ওএসএসে যুক্ত হয়েছে।

এ ছাড়া বিডার নিজস্ব দুটি সেবাও আজ ওএসএসে যুক্ত করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চামেলি নামে বিডার একটি লাউঞ্জ রয়েছে। বিনিয়োগকারীরা বিডার এই লাউঞ্জ ব্যবহার করতে এখন থেকে ওএসএসের মাধ্যমে অনুমতি নিতে পারবেন।

এ ছাড়া বিদেশি কোনো কোম্পানি দেশে শাখা কার্যালয় স্থাপন করলে শর্ত (শর্ত নাম্বার ৭) থাকে যে ওই কোম্পানি এ দেশে প্রতিষ্ঠান পরিচালনার সব খরচ ও কর্মীদের বেতন প্রদান করবে। তবে কোনো কোম্পানি এ দেশেই মুনাফা করে সেটি দিয়ে কর্মীদের বেতন দিতে চাইলে ৭ নম্বর শর্ত অব্যাহতির আবেদন করতে হয়। আবেদনটি এখন থেকে ওএসএসের মাধ্যমে করা যাবে।

এসব সেবা সংযুক্তির ফলে বিডার ওএসএসে এখন ২৩টি সংস্থার মোট ৬৭টি সেবা যুক্ত হলো। ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৫০টির বেশি সেবা ওএসএসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিডার।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, নতুন চারটি সেবা যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা ঘরে বসেই আরও বেশি বিনিয়োগ সেবা পাবেন। এ ছাড়া আবেদনে কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে তা মুঠোফোনে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

লোকমান হোসেন মিয়া আরও বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর জাপান সফরের সময়ে মিতসুবিসিসহ দেশটির শীর্ষ কয়েকটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। তারা জাপানি কোম্পানিগুলোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও আগ্রহের কথা জানিয়েছে।