এখন কি সোনা বিক্রি করবেন
বর্তমান সময়ে পুরোনো সোনার অলংকার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি দাম আরও বৃদ্ধির পাবে, সেই অপেক্ষায় থাকলে বেশি লাভ হবে? দেশের ব্যবসায়ীদের অভিমত, প্রয়োজন থাকলে পুরোনো অলংকার বিক্রি করে মুনাফা করার জন্য এখন ভালো সময়। আবার কেউ যদি বিক্রির জন্য অপেক্ষা করতে চান, সেটিও লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত আপনি কী করবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনারই।