কর নথিতে বিদেশভ্রমণ, মোবাইল বিল ও গৃহকর্মীর বেতনসহ ৯ খরচের তথ্য জানাতে হবে

আয়কর রিটার্নগ্রাফিকস: প্রথম আলো

আপনি আয়–ব্যয়ের তথ্য জানিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। করও পরিশোধ করেন। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আপনার জীবনযাত্রার তথ্য দিতে হয়। কারণ, আপনার আয়ের সঙ্গে খরচের সংগতি আছে কি না, তা জানতে চান কর কর্মকর্তারা।

কোনো করদাতার আয়–ব্যয়ের সঙ্গে সংগতি না থাকলে কর কর্মকর্তারা বিশেষ তদারকি করেন। রিটার্নের যাবতীয় তথ্য যাচাই–বাছাই করেন। তাই একজন করদাতার জীবনযাত্রার তথ্য বেশ গুরুত্বপূর্ণ। আপনি বছরজুড়ে কত টাকা কোন খাতে খরচ করলেন, তা জীবনযাত্রার খরচের মাধ্যমে উঠে আসে। আইটি ১১ (গ) ফরমের মাধ্যমে এসব তথ্য দিতে হয়।

এবার দেখা যাক, আপনাকে রিটার্নে জীবনযাত্রায় কী ধরনের তথ্য দিতে হয়। মোটাদাগে ৯ ধরনের তথ্য দিতে হবে। মনে রাখতে হবে, এই হিসাবগুলো মাসওয়ারি নয়; পুরো বছরের খরচের হিসাব লাগবে।

১. ব্যক্তিগত ও পরিবারের ভরণপোষণের খরচের তথ্য দিতে হবে। এই খরচে চাল, ডাল, তেল, লবণ, মাছ–মাংস কেনাসহ যাবতীয় বাজার খরচের তথ্য দিতে হয়।

২. আবাসনসংক্রান্ত ব্যয়: এই খরচে বাসাভাড়া বাবদ পুরো বছরের খরচের কথা জানাতে হবে।

৩. ব্যক্তিগত যানবাহন খরচ: গাড়ির চালকের বেতন, জ্বালানি খরচ, গাড়ি রক্ষণাবেক্ষণসহ যাবতীয় খরচের তথ্য লাগবে।

৪. সেবাসংক্রান্ত ব্যয়: এই সেবার তালিকায় আছে—বিদ্যুৎ বিল, গ্যাস, পানি, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি। এমনকি গৃহকর্মীর বেতনের তথ্যও দিতে হবে। প্রতি মাসে এসব সেবার বিপরীতে কত টাকা বিল দিলেন, তা জীবনযাত্রার খরচে দিতে হবে।

৫. শিক্ষা ব্যয়: আপনার সন্তানদের জন্য কত টাকা টিউশন ফি দিলেন, বই–খাতার পেছনে কত টাকা খরচ করলেন, কোচিংয়ে কত টাকা দিলেন—এসব তথ্য দিতে হবে।

৬. ঘোরাঘুরি: নিজ খরচে দেশে ও বিদেশভ্রমণ, অবকাশ ইত্যাদি সংক্রান্ত ব্যয়ও জানাতে হবে। এর মানে হলো, পরিবার–পরিজন নিয়ে দেশ ও দেশের বাইরে ঘুরতে গিয়ে যে খরচ করলেন, এর হিসাব জানাতে হবে।

৭. উৎসব ও অন্য বিশেষ ব্যয়: বিশাল কমিউনিটি সেন্টার ভাড়া কিংবা অভিজাত রেস্তোরাঁয় নিজের সন্তানের জন্মদিন পালন করেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন। এমন উৎসব বা বিশেষ খরচের বিবরণ দিতে হবে।

৮. উৎসে কর্তিত বা সংগৃহীত কর (সঞ্চয়পত্রের মুনাফার ওপর কর্তিত করসহ) ও বিগত বছরের রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর ও সারচার্জের যাবতীয় তথ্য জানাতে হবে।

৯. প্রাতিষ্ঠানিক ও অন্যান্য উৎস থেকে গৃহীত ব্যক্তিগত ঋণের সুদ বাবদ কত টাকা পরিশোধ করেছেন, সেই হিসাবও দিতে হবে।