সময় ১০ দিন, অনলাইনে রিটার্ন দেবেন কীভাবে
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়-ব্যয়ের খবর জানিয়ে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় আছে মাত্র ১০ দিন। সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে (https://etaxnbr.gov.bd/#/landing-page) গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।