আমানতের সুদের চেয়ে মিউচুয়াল ফান্ড লাভজনক

বর্তমানে ব্যাংকে আমানত রাখার চেয়ে শেয়ারবাজারের কিছু কিছু শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অনেক লাভজনক বলে মনে করেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। তিনি বলেন, ব্যাংকে আমানত রেখে ৫-৬ শতাংশ হারে সুদ পাওয়া যায়। মূল্যস্ফীতি বাদ দিলে কিছুই থাকে না। তার চেয়ে মিউচুয়াল ফান্ড এবং কিছু কিছু শেয়ার অনেক লাভজনক।

যেসব বিনিয়োগকারীর বাজার সম্পর্কে ধারণা কম, তাঁদের শেয়ারের পরিবর্তে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেরও পরামর্শ দেন বিএসইসির চেয়ারম্যান। ‘আমার টাকা’ নামে নতুন একটি অনলাইন পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন আইডিআরএ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট মাহমুদা আক্তার, পোর্টালের সম্পাদক জিয়াউর রহমান।