২০২৩-২৪ অর্থবছরে ৬.৫% প্রবৃদ্ধির পূর্বাভাস দিল এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)
ছবি: রয়টার্স

চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। চলতি মাসে প্রকাশিত এডিবির নতুন ডেভেলপমেন্ট আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ ছাড়া এডিবির আনুমানিক হিসাব, বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খবর বিজ্ঞপ্তির

চলতি অর্থবছরে প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানোর কারণ হিসেবে এডিবি বলেছে, দেশের বাজারে চাহিদা বৃদ্ধির সঙ্গে ইউরো অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হওয়ায় রপ্তানি বাড়বে।

এ ছাড়া চলতি অর্থবছর মূল্যস্ফীতির হার গড়ে ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে, আগের অর্থবছরে যা ছিল ৯ শতাংশ।

সামষ্টিক অর্থনীতির আরেকটি সূচকেও ভালো খবর দিয়েছে এডিবি। তারা বলছে, ২০২৩-২৪ অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি কমতে পারে। ২০২২-২৩ অর্থবছরে যেখানে চলতি হিসাবের ঘাটতি ছিল জিপিডি বা মোট দেশজ উৎপাদনের শূন্য দশমিক ৭ শতাংশ; ২০২৪ সালে তা জিডিপির শূন্য দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে।

মূল ঝুঁকি হিসেবে তারা চিহ্নিত করেছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতাকে। তারা বলছে, বৈশ্বিক চাহিদা কমে গেলে বাংলাদেশের রপ্তানি কমতে পারে।

এডিবির এদেশীয় প্রধান এডিমন গিন্টিং বলেছেন, বহিঃস্থ অর্থনীতিতে নানা ধরনের অনিশ্চয়তা সত্ত্বেও বাংলাদেশ সরকার বেশ ভালোভাবে সব সামলাচ্ছে। সেই সঙ্গে সরকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিনিয়োগের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

এডিমন গিন্টিং আরও বলেন, বিশ্ববাজারে তেলের দাম বেশি থাকার কারণে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির প্রণোদনা তৈরি হয়েছে। সেটা হলে সরকারের পক্ষে জলবায়ু পরিবর্তনজনিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।