অর্থনীতিতে দুর্যোগ দেখতে পাচ্ছেন না অর্থমন্ত্রী, বললেন ‘দেবপ্রিয় ওদের লোক’

আবুল হাসান মাহমুদ আলীঅর্থ মন্ত্রণালয়

দেশের অর্থনীতিতে কোনো দুর্যোগ দেখতে পাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘অর্থনীতিতে দুর্যোগ মানে কী? আমি তো কিছু বুঝলাম না।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রীর কাছে এক সাংবাদিক জানতে চান, ‘সেন্টার ফর পলিসি ডায়ালগের দেবপ্রিয় ... ’, তবে প্রশ্ন শেষ করতে পারেননি ওই সাংবাদিক। তার আগেই অর্থমন্ত্রী বলেন, ‘দেবপ্রিয় কে?’ প্রতিবেদক তখন বলেন, ‘আমাকে প্রশ্নটা শেষ করতে দিন।’ জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শেষ করার দরকার নেই। আমি তো চিনি দেবপ্রিয় কে?’

প্রসঙ্গ বদলে তখন অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হয়, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘অর্থনীতি দুর্যোগের মধ্যে পড়েছে। আপনি কি স্বীকার করবেন?’

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে দুর্যোগ মানে কী? আমি তো কিছু বুঝলাম না। শোনেন, বিরুদ্ধে বললেই কি কেউ চ্যাম্পিয়ন হয়ে গেল?’

অর্থমন্ত্রী নিজেই আবার দেবপ্রিয় ভট্টাচার্যের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘দেবপ্রিয় তো বলবেনই।’ কেন বলবেন, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ জন্য বলবেন যে উনি ওদের লোক, বিরোধী পক্ষের। কিছুই হয়নি, সব নষ্ট হয়ে গেছে—এগুলো তাদের কথা।’

সরকারের সমালোচনা করলেই বিরোধীপক্ষের হয়ে যায় কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না, কিন্তু টোনটা বুঝতে হবে।’

‘অর্থনীতির কোন সূচক ভালো আছে বলে আপনি বলবেন’—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বলার দরকার নেই। দেখুন সূচক।’

সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ২৬১টি স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) বা ২ হাজার ৪৭৭ সিসির মিতসুবিশি পাজেরো জিপ কেনার প্রস্তাব সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

একটি বৈঠক অনুষ্ঠিত হয় ১৫ মে, আরেকটি হয় ২১ মে। বৈঠকের পর অনুমোদিত প্রস্তাবের তথ্য সাংবাদিকদের জানিয়ে থাকেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারসচিব মো. মাহমুদুল হোসাইন খান। কিন্তু এ–বিষয়ক প্রস্তাব কোনো বৈঠকে ওঠেনি বলে প্রথম আলোকে জানান সচিব মাহমুদুল হোসাইন খান। অর্থমন্ত্রী এতে ২২ মে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

সচিবের ব্রিফিংয়ে অনুমোদিত প্রস্তাবের কথা জানানো হলেও এটা জানানো হয়নি। অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, এটা গোপনীয় রাখার চেষ্টা করা হয়েছিল কি না। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘সবকিছু ব্রিফিংয়ে আসবে না। আর সচিব কেন জানাননি, জানি না। জানানো উচিত ছিল তাঁর।’