চট্টগ্রাম চেম্বারের পর্ষদ থেকে পদত্যাগ করলেন সৈয়দ মোহাম্মদ তানভীর

সৈয়দ মোহাম্মদ তানভীর

চট্টগ্রাম চেম্বারের পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন প্যাসিফিক জিনেসর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর। আজ বুধবার তিনি চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজের বরাবর এই পদত্যাগপত্র জমা দেন। নতুন একটি কমিটি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় কোনো পরিচালকের পদত্যাগের ঘটনা চট্টগ্রাম চেম্বারের ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম।

চট্টগ্রাম চেম্বারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে পঞ্চমবারের মতো চেম্বারে ভোট হয়নি। নির্বাচিত পরিচালকেরা চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের তৃতীয় সন্তান ৩২ বছর বয়সী ওমর হাজ্জাজকে সভাপতি নির্বাচিত করেন। এ নিয়ে অসন্তোষ থাকলেও প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

পদত্যাগপত্রে সৈয়দ মোহাম্মদ তানভীর চেম্বারের ‘বর্তমান পরিস্থিতিতে’ এই মেয়াদে চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানান। যোগাযোগ করা হলে সৈয়দ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা নিশ্চিত করেন। তবে পদত্যাগের কারণ নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

সৈয়দ মোহাম্মদ তানভীর ২০১৯–২১ মেয়াদে প্রথম চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। গত মেয়াদে চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ সময় তাঁর উদ্যোগে ব্যবসা–বাণিজ্য এগিয়ে নিতে গবেষণা ও প্রশিক্ষণনির্ভর ‘সেন্টার অব এক্সিলেন্স’ নামে একটি স্বাধীন ট্রাস্ট গঠন করা হয়। প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি চট্টগ্রাম চেম্বারের নীতিনির্ধারণ কাজে সহায়তা করে আসছিল এই সংস্থাটি। অবশ্য গত ২৩ আগস্ট তিনি এই ট্রাস্টের সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছিলেন।

তাঁর প্রতিষ্ঠান প্যাসিফিক জিনস গ্রুপ বাংলাদেশ থেকে জিনস রপ্তানিতে পথ দেখিয়েছিল। গত অর্থবছরে গ্রুপটির রপ্তানি আয় ছিল ৪০ কোটি ৬০ লাখ ডলার। চট্টগ্রাম চেম্বারে গত মেয়াদে দায়িত্ব পালনের সময় নানা উদ্ভাবন দিয়ে আলোচনায় আসেন সৈয়দ মোহাম্মদ তানভীর।