ঈদ ও বৈশাখের ছুটি শেষে ব্যাংক ও শেয়ারবাজার খুলছে কাল

মতিঝিলের শাপলা চত্বরফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটির কারণে দেশের সব ব্যাংক টানা পাঁচ দিন বন্ধ ছিল। ব্যাংক বন্ধ থাকার এ সময় বন্ধ ছিল শেয়ারবাজারের লেনদেনও। ছুটি শেষে ব্যাংক ও শেয়ারবাজার খুলছে আগামীকাল সোমবার।

গত বৃহস্পতিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। আর আজ ১৪ এপ্রিল রোববার পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি। এভাবে ১০ থেকে ১৪ এপ্রিল টানা পাঁচ দিনের ছুটিতে ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ ছিল। তবে অনলাইনে ব্যাংকিং কার্যক্রম, এটিএম থেকে টাকা উত্তোলন, সিআরএমে টাকা জমা ইত্যাদি সেবা অব্যাহত ছিল।

ছুটি শেষে আগামীকাল চাকরিতে যোগ দেবেন কর্মজীবী মানুষ। অনেকেই ইদের আগে সোমবার ও মঙ্গলবার বাড়তি ছুটি নিয়ে টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন। কারণ, এর আগে রোববার শবে কদরের এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল।