শুল্ক কমলেও মুঠোফোনের দাম কি কমবে

মুঠোফোন

চলতি বছরের শুরুতেই দেশের বাজারে মুঠোফোনের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। কোম্পানি ও মডেলভেদে প্রতিটি মুঠোফোনের দাম বেড়ে যায় ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত। তবে সরকারের শুল্ক ছাড় দেওয়ায় দাম কমে আসবে বলে আশা দিয়েছেন মুঠোফোন আমদানিকারক-ব্যবসায়ীরা। তবে বাস্তবে এই ‘দাম কমানো’ বলতে মূলত বাড়ানো দামের ওপর থেকে কিছুটা কমিয়ে আগের দামে ফেরা বলেই মনে করছেন অনেকে।