সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল

সঞ্চয়পত্র

সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে পুরোনো হার বহাল রেখেছে। এর ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন। গত ২৮ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারির জন্য অর্থ বিভাগ আইআরডিকে অনুরোধ করেছে। এ সিদ্ধান্তে সাধারণ মধ্যবিত্ত বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছেন।