বিজিএমইএ নির্বাচন, স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দিল ফোরাম

সংগঠনটির নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম গতকাল বুধবার তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এতে ২৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদের নির্বাচনে জয়ী হলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম। পাশাপাশি ব্যবসা সহজীকরণের জন্য সংগঠনে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার কথাও বলেছে বিজিএমইএর নির্বাচনকালীন এই জোট।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৪-২৬ সাল মেয়াদি নির্বাচন সামনে রেখে গতকাল বুধবার ইশতেহার ঘোষণা করে ফোরাম। রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন প্যানেলটির সভাপতি এম এ সালাম, প্রধান নির্বাচন সমন্বয়কারী আসিফ ইব্রাহিম প্রমুখ।

আগামী ৯ মার্চ বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্ষদে ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনকেন্দ্রিক দুই প্যানেল বা জোট—সম্মিলিত পরিষদ ও ফোরাম। উভয় প্যানেলই সব পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যে দুই প্যানেলের নেতারা ও প্রার্থীরা জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন।

এর আগে গত রোববার রাজধানীর একটি হোটেলে সম্মিলিত পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এই প্যানেলের নেতৃত্বে রয়েছেন এস এম মান্নান। তিনি বর্তমানে বিজিএমইএর সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

শুধু পদ পূরণ করতে পরিচালক নির্বাচিত হোক, সেটা আমরা চাই না। যাঁরা পরিচালক হবেন, তাঁদের কাজের কৈফিয়ত দিতে হবে। প্রতি তিন মাস অন্তর আমরা পরিচালকদের কাজ যাচাই-বাছাই করব।
ফয়সাল সামাদ, প্যানেল লিডার, ফোরাম

ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ নির্বাচনী ইশতেহারে সর্বমোট ২৫টি প্রতিশ্রুতি দেন। এর মধ্যে অন্যতম হলো পোশাকশিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাবে ফোরাম। এ ছাড়া রপ্তানিতে উৎসে কর দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি প্রণোদনাগুলো ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত রাখার চেষ্টা করা হবে বলে জানান এই প্যানেলের নেতারা।

ফয়সাল সামাদ বলেন, ‘শুধু পদ পূরণ করতে পরিচালক নির্বাচিত হোক, সেটা আমরা চাই না। যাঁরা পরিচালক হবেন, তাঁদের কাজের কৈফিয়ত দিতে হবে। প্রতি তিন মাস অন্তর আমরা পরিচালকদের কাজ যাচাই-বাছাই করব।’ এ ছাড়া বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ট্রাস্টি বোর্ডকে বিজিএমইএর প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করার কথা বলেন তিনি।

বায়িং হাউসের ওপর নির্ভরশীলতা কমাতে উচ্চ মূল্যের পণ্য উৎপাদনের জন্য মালিকদের উৎসাহ ও কারিগরি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম। এ ছাড়া তারা বলেছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে অর্থনীতির প্রাণ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। রুগ্‌ণ শিল্প ও ব্যবসা পরিচালনায় অক্ষম এমন কারখানাগুলোর সম্মানজনক প্রস্থানের জন্য আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্থান নীতিমালা করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই প্যানেলের নেতারা।

সর্বশেষ গত ২০২১ সালের নির্বাচনে সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হন। অন্যদিকে এ বি এম সামছুদ্দিনের নেতৃত্বাধীন ফোরাম তখন ১১টি পরিচালক পদে জয়ী হয়। সেই নির্বাচনের পর সম্মিলিত পরিষদের নেতা ফারুক হাসানের নেতৃত্বে দুই বছরের জন্য পর্ষদ গঠিত হয়। গত বছরের এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও দুই দফায় এক বছর সময় বাড়িয়ে নেয় বিজিএমইএর বর্তমান পরিচালনা পর্ষদ।