মিরসরাইয়ে পোশাক কারখানা করবে চীনা কোম্পানি, বিনিয়োগ ৬০৮ কোটি টাকা

প্রতীকী ছবি

অন্তর্বাস ও অন্তর্বাস তৈরির উপকরণ তৈরির কম্পোজিট কারখানা স্থাপনে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন কোম্পানি কাইজি লিনজারে বাংলাদেশ লিমিটেড। এ জন্য ৬ কোটি ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বা ৬০৮ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।

কাইজি লিনজারে বছরে তিন কোটি পিস অন্তর্বাস, হ্যাঙ্গার, ফোমসহ বিভিন্ন সহায়ক উপকরণ উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ১১ হাজার বাংলাদেশি নাগরিকের।
এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে চুক্তি স্বাক্ষর হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও কাইজি লিনজারে বাংলাদেশের পরিচালক জিয়াও হংজি চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানু, কাইজি লিনজারে বাংলাদেশের মহাব্যবস্থাপক কুই হাইবিন, পরামর্শক এ জেড এম আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।