ভারতীয় ঋণে সড়কবাতি জ্বলবে চট্টগ্রাম সিটি করপোরেশনে

ফাইল ছবি: প্রথম আলো

ভারতীয় ঋণের টাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় সড়কবাতির আধুনিকায়ন হবে। এতে ব্যয় হবে ২৫৮ কোটি ৬০ লাখ টাকা। কাজ পেয়েছে ভারতীয় প্রতিষ্ঠান সাপুর্জি পালোনজি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড।

আজ মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–বিষয়ক একটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, ভারতীয় নমনীয় ঋণের আওতায় এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

এদিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জন্য ১ লাখ ২৬ হাজার ৩৫৬টি বিদ্যুতের খুঁটি ও বৈদ্যুতিক তার কিনতে চারটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয় ক্রয় কমিটিতে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১১৪ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ২০০ আসনবিশিষ্ট ১০ তলা নতুন ছাত্রী হোস্টেলের একটি প্রস্তাবও অনুমোদিত হয়। বিটিসি ও এপিএল জেভি প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে।

রাজধানীর ইনার সার্কুলার রিং রোডের বেড়িবাঁধ রায়েরবাজার স্লুইসগেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়নসহ স্থানীয় সরকার বিভাগের দুটি ক্রয় প্রস্তাব অনুমোদিত হয় ক্রয় কমিটিতে। এতে মোট ব্যয় হবে ৯৯৬ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে ৮০৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ের এক প্রস্তাবের কাজ পেয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

ক্রয় কমিটিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্তও নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৪০ লাখ টাকা। আর প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৫২ টাকা ৪৫ পয়সা। এ কাজ পেয়েছে সুপার ওয়েল রিফাইনারি লিমিটেড।