ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে হয়রানির করা হচ্ছে

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেছবি: সংগৃহীত

সরকারের বিভিন্ন সংস্থার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। নিরাপদ খাদ্য নিশ্চিতে এসব অভিযানে সমিতির প্রতিনিধি রাখার দাবি করেছেন তাঁরা।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ওসমান গণি। সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বর্তমানে সরকারের ১২টা সংস্থা বিক্ষিপ্তভাবে অভিযান পরিচালনা করায় একধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এই অভিযান একটি সংস্থার অধীনে নিয়ে আসার পাশাপাশি জামিন অযোগ্য আইন বাতিলের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আসছে পবিত্র রমজানে স্বাস্থ্যসম্মত ইফতারি বিক্রি নিশ্চিতের তাগিদ দিয়ে যৌক্তিক মুনাফা করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।

সম্প্রতি সুলতানস ডাইনের কাচ্চি বিরিয়ানিতে খাসির পরিবর্তে অন্য প্রাণীর মাংস ব্যবহারের অভিযোগের বিষয়ে সমিতির নেতারা বলেন, একটি মহল ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। কেউ কোনো রেস্তোরাঁর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য দিলে শাস্তির আওতায় আনার দাবি জানান তাঁরা।