তিন জেলার উন্নয়নে বন্ড ছাড়ছে সরকার
সরকার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও আড়াই হাজার কোটি টাকার সুকুক বা ইসলামি বন্ড ছাড়বে সরকার। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি কমিটি ৭ বছর মেয়াদি এই বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ‘আইআরআইডিপিএনএফএল সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ নামের এই সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে।