মার্কিন বাণিজ্য মেলা কাল শুরু হচ্ছে
দেশে মধ্যবিত্ত শ্রেণির সংখ্যা বাড়ছে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের নবম শীর্ষ ভোক্তাবাজার হবে বাংলাদেশ। এ জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে বাংলাদেশ বিশেষ আগ্রহের জায়গায় আছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পিটার হাস। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন ও সদস্য মির্জা সজিব রায়হান।
রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী মার্কিন বাণিজ্য মেলা (ইউএস ট্রেড শো) শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে, চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি মার্কিন কোম্পানিগুলোর জন্য আয়োজিত এই মেলার উদ্বোধন করার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, গত পাঁচ দশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী অংশীদারত্ব তৈরি হয়েছে। মেলার মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর উন্নত মানের পণ্য ও সেবা সম্পর্কে বাংলাদেশি ব্যবসায়ীরা জানতে পারবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের যে অবদান আছে, তারও স্বীকৃতি মিলবে।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, সেবা খাত, কৃষিপণ্য, অবকাঠামোসহ বেশ কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো আগ্রহ দেখাচ্ছে বলে জানান পিটার হাস।