বিসিএমইএর নতুন সভাপতি মইনুল ইসলাম

বিসিএমইএ নতুন সভাপতি হয়েছেন মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলামছবি: সংগ্রহ

সিরামিকশিল্পের মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) নতুন সভাপতি হয়েছেন মুন্নু সিরামিকের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম। এত দিন তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি পদ পেয়েছেন মোনালিসা সিরামিকসের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ। সাধারণ সম্পাদক হয়েছেন ফার সিরামিকের পরিচালক ইরফান উদ্দীন। বিসিএমইএর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল সোমবার ২০২৫-২৬ মেয়াদের জন্য বিসিএমইএর ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হাকিম (এক্সসিলেন্ট টাইলস ইন্ডাস্ট্রি লিমিটেড), সহসভাপতি রুসলান নাসির (মীর সিরামিক লিমিটেড), আয়েশা সানা আসিফ তাবানী (মিরপুর সিরামিক ওয়ার্কস লিমিটেড), রাশীদ মাইমুনুল ইসলাম (মুন্নু বোন চায়না লিমিটেড) ও আসিফ ইকবাল মাহামুদ (চারু সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড)। এ ছাড়া পরিচালক পদে আছেন ফারিয়ান ইউসুফ (প্যারাগন সিরামিক), সিফাত-ই-আরমান (বাংলাদেশ হার্ডল্যান্ড সিরামিকস), হামজা সাকিফ তাবানী (খাদিম সিরামিকস) ও মো. আশরাফুজ্জামান (পা–ওয়াং সিরামিক)।