নিত্যপণ্যে যৌক্তিক শুল্ক-কর চান বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামছবি: সংগৃহীত

আমদানিনির্ভর পণ্যে অতিরিক্ত কর আরোপ করা হলে দেশে ভোগ্যপণ্যের দাম বাড়ে। এর প্রভাব পড়ে সব ধরনের ভোক্তার ওপর। তাই আমদানিনির্ভর নিত্যপণ্যের ওপর শুল্ক ও কর যৌক্তিক হওয়া উচিত। কারণ, নিত্যপণ্যের শুল্ক ও করে ছাড় দিলে সেটার প্রভাব বাজারে পড়ে। রমজানের আগে পদক্ষেপ নেওয়ায় বাজার স্থিতিশীল ছিল। সরকার সরবরাহ পর্যাপ্ত হারে বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে যাচ্ছে।

গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। তিনি বলেন, ‘বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলে পণ্যের দাম বাড়ে না। এ জন্য আমরা রমজানে সরবরাহ ঠিক রাখার চেষ্টা করেছি। তার সুফল মানুষ পেয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের ওপর থেকে কর কমালে জনগণ সুবিধা পায়। সয়াবিনের ক্ষেত্রে তা দেখা গেছে। আমদানিনির্ভর পণ্যের বাজারে শুল্ক–কর যৌক্তিক হতে হবে। কারণ, এটার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনেক সময় বলে থাকে, করছাড়ের সুবিধা জনগণ সেভাবে পায় না। এটা তাদের কথা। ট্যারিফ কমিশন আছে। এসব বিষয় যাচাই–বাছাই করে তারা। সে অনুযায়ী তারা সুপারিশ করে।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, খেটে খাওয়া মানুষ যাতে কিছুটা স্বস্তিতে থাকে, সে চেষ্টা আছে সরকারের। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দোকানগুলোকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। টিসিবির পরিবার কার্ডের তালিকা হালনাগাদ করা হচ্ছে।

টিসিবির পণ্য সরবরাহ ঠিকমতো হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মজুত করার মতো স্থান নেই। এ জন্য কিছু গুদামের কাজ চলমান। অনেক সময় পণ্য আসতে দেরি হয়। এসব কারণে মাঝেমধ্যে পণ্য সরবরাহ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটে।

ইসরায়েলে ইরানের হামলার পর দেশের পণ্যবাজার চ্যালেঞ্জের মুখে পড়বে কি না, এমন এক প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সব ধরনের যুদ্ধ একধরনের অনিশ্চয়তা ডেকে আনে। এ জন্য ভারত ও রাশিয়ার সঙ্গে চুক্তি হয়েছে। মিয়ানমারের সঙ্গে চুক্তি হবে। ব্রাজিলের সঙ্গে কথা হয়েছে। সংকট যেন না হয়, সে জন্য সরকার চেষ্টায় আছে।

অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।