নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ২১ সেরা করদাতাকে সম্মাননা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ জেলা ও মুন্সিগঞ্জ জেলার ২১ সেরা করদাতাকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে আয়কর প্রদানকারী, সর্বোচ্চ নারী ও তরুণ করদাতা—এ চার শ্রেণিতে এ পুরস্কার দেওয়া হয়। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ চেম্বার ভবনে এ অনুষ্ঠান হয়।

এতে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট নাজমুল করিম, নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার শারমীন ফেরদৌসী। আজ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভিন্ন শ্রেণিতে নারায়ণগঞ্জ সিটি থেকে সেরা করদাতা হয়েছেন সাতজন। তাঁরা হলেন রত্না সাহা, গোফরান মিয়া, সোয়াইবুর হোসেন আদেল, সোহেল হোসেন, সাঈদুর রহমান, অপু কুমার সাহা ও রাজিয়া জামান। নারায়ণগঞ্জ জেলার সেরা করদাতা হলেন শহীদুজ্জামান শরীফ, ফকির চান মীর, মুশশারাত মাহাজাবিন, মোল্লা মোহাম্মদ মজনু, শাহাদাত হোসেন ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা ও আতিক মোর্শেদ। অন্যদিকে মুন্সিগঞ্জ জেলার সেরা করদাতা হলেন সুভাষ চন্দ্র সাহা, দেবব্রত দাস, রিটা রহমান, মাহবুব হোসেন, শাহাদাত ইসলাম সিয়াম, আয়নাল হক স্বপন ও আল আমিন।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২২-২৩ কর বছরের জন্য জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এ ছাড়া সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে আরও ৫২৫ জনকে সম্মাননা দেওয়া হবে।