ভবন নির্মাণে নানা অনুষঙ্গের খুচরা বাজারদর

সিমেন্ট
প্রতীকী ছবি

সিমেন্ট

বাজারে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায়। বাজারে খুচরা মূল্য হিসাবে ৫০ কেজি প্যাকেটের শাহ সিমেন্টের দাম ৫০০-৫১০ টাকা, ক্রাউন সিমেন্টের দাম পড়বে ৪৯০-৪৯৫ টাকা। এ ছাড়া ক্রাউন ওপিসি সিমেন্টের খুচরা দাম পড়ে ৫১৫ থেকে ৫২০ টাকা। অন্যদিকে আকিজ সিমেন্টের খুচরা দাম পড়বে ৪৯০-৪৯৫ টাকা। স্ক্যান সিমেন্ট ৫১০ টাকা, ইনসি সিমেন্ট ৪৯৫ টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের দাম ৪৭০ টাকা।

রড
ছবি: ফ্রিপিক

রড

রডের দাম টন হিসাবে বিক্রি হয়। বিএসআরএমের রডের দাম ৯০ হাজার টাকা, একেএস রডের দাম ৮৭ হাজার টাকা, জিপিএইচ ইস্পাতের দাম ৯০ হাজার টাকা, কেএসআরএমের দাম ৮৯ হাজার ৫০০, রহিম স্টিলের দাম ৮৬ হাজার ৫০০ টাকা,  আনোয়ার ইস্পাতের দাম ৮৭ হাজার ৫০০ টাকা, এসএস রডের দাম ৮২ হাজার ৫০০ টাকা।

ইট
প্রতীকী ছবি

ইট

গুণগত মানের ভিত্তিতে ইটের দাম এখন প্রতিটি ১০ টাকা থেকে ১৫ টাকা। একটি ইটের আকার সাধারণত দৈর্ঘ্যে ২৪ সেন্টিমিটার বা ৯ দশমিক ৪৫ ইঞ্চি, প্রস্থ ১১ দশমিক ৫ সেন্টিমিটার বা ৪ দশমিক ৫৩ ইঞ্চি ও উচ্চতা ৭ সেন্টিমিটার বা ২ দশমিক ৭৬ ইঞ্চি হয়।

বালু
প্রতীকী ছবি

বালু

সাধারণত বালু কেনাবেচা হয় ট্রাক হিসেবে। ১৮০ ফুট বালু এক গাড়ি হিসাবে বিক্রি হয়। ১ হাজার ২০০ টাকা গাড়ি হিসাবে বালুর দাম পড়ে। এ ছাড়া ট্রাকের ভাড়া হিসাবে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা হতে পারে। পঞ্চগড়ের বালু এক ট্রাকের দাম ২০ হাজার টাকা, পাইলিংয়ের পাথরের দাম প্রতি ফুট ১৬৫ টাকা। কালো পাথরের দাম ফুট হিসাবে ২১৫ টাকা, সাদা পাথর প্রতি ফুট ২১০ টাকা।

টাইলস
প্রতীকী ছবি

টাইলস

আকিজের ২৪ x ২৪ সেন্টিমিটারের ডবল চার্জ টাইলসের দাম ১২০-১৩০ টাকা, পলিশ টাইলসের দাম ৯৩-৯৫ টাকা, হোমোজেনাস টাইলসের দাম ৭৮-৮০ টাকা, ম্যাট টাইলসের দাম ৯২-৯৫ টাকা। ৩২ x ৩২ সেন্টিমিটার টাইলসের দাম ডবল চার্জ ১৬০-১৭০ টাকা, পলিশ ১২০ টাকা, ম্যাট ১২৫ টাকা। শেল্‌টেক্‌ সিরামিক্স ফ্লোর টাইলসের দাম ৬৫ টাকা, এক্স সিরামিক্স ফ্লোর টাইলসের দাম ৯২ টাকা, স্যাফায়ার সিরামিক্স ওয়াল টাইলসের দাম পড়বে ৫৭ টাকা। ২৪ x ২৪ সেন্টিমিটারের ফ্রেশ সিরামক্স ফ্লোর টাইলসের দাম ৯২ টাকা, ডিবিএল ফ্লোর টাইলসের দাম ১২৫ টাকা। এসএএস ৩৬ বাটন পার্কিং টাইলসের দাম প্রতিটি ৫৫ টাকা, চারু সিরামিক্সের ১২৫ টাকা, বিসিএল সিরামিক্সের ১১০ টাকা, মার্কোপোলো সিরামিক্সের দাম ৭০ টাকা। নানা আকারের নানা ধরনের টাইলস বাজারে পাওয়া যায়। সেন্টিমিটার হিসাবে ২০ x ৭.৫, ২০ x ৩০, ২৫ x ৪০, ৩০ x ৩০,  ৪০ x ৮০, ৮০ x ৮০ ও ১০০ x ১০০ আকারের টাইলস কিনতে পারবেন।

রং
প্রতীকী ছবি

রং ও অন্য জিনিসপত্র

এ ছাড়া বাড়ি তৈরির সময় রঙের প্রয়োজন হয়। প্রয়োজনভেদে বাজারে নানা ধরনের রং পাওয়া যায়। বার্জার রবিয়াল্যাক অ্যাক্রেলিক প্লাস্টিক ইমালশন পেইন্টের দাম ১১০০/৩.৬৪ লিটার; অ্যাকোয়া সুপার স্টার প্রিমিয়াম ইমালশনের ১৮ লিটার ড্রামের দাম ৫২০০-৫৪০০ টাকা, অ্যাকোয়া ব্রাইট ইমালশনের ১৮ লিটার ড্রামের দাম ৩৬০০-৩৮০০ টাকা, অ্যাকোয়া ন‍্যাশনাল ডিস্টেম্পার ১৮ লিটার ড্রামের দাম ২২০০-২৩০০ টাকা; রেইনবো অ্যাক্রোফ্ল্যাটের দাম ১৪৪ টাকা; নিপ্পন পেইন্ট ৩৯৫০/২০ লিটার, বার্জার লাক্সারি সিল্ক ৬০৯ টাকা/৫ কেজি, উজালা পেইন্ট ডিসটেম্পার ৫০০ টাকা/৩.৬৪ লিটার।