বন্ধ সরকারি মিলে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের

সরকারি বস্ত্রকল কুড়িগ্রাম টেক্সটাইল মিলস দীর্ঘমেয়াদি ইজারা নিয়েছে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রা.) লিমিটেড। এতে গত ছয় মাসে মোট তিনটি বস্ত্রকল ইজারা দিল বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। তার আগে চারটি বস্ত্রকল সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে করপোরেশন।

রাজধানীর সোনারগাঁ হোটেলে আজ রোববার কুড়িগ্রাম টেক্সটাইল মিল হস্তান্তরে বিটিএমসি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বশির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, ‘কালের আবর্তে প্রমাণিত হয়েছে, সরকার যে শিল্পকারখানা জাতীয়করণ করেছিল এবং সরকার যে শিল্পকারখানা প্রতিষ্ঠা করেছিল, তা অনেক ক্ষেত্রেই ভুল ছিল। পণ্য উৎপাদনের উপকরণ ও পণ্য বিক্রির জন্য বাজার না থাকায় সেসব শিল্প সফল হতে পারেনি।’

সরকারের বন্ধ পাট ও বস্ত্রকলে বিনিয়োগের জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘এখন সরকার কোনো সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে না। সরকার সিদ্ধান্ত নেবে আপনাদের যোগ্যতা ও প্রস্তাবের ভিত্তিতে। দয়া করে অসম্ভব সুন্দর প্রতিষ্ঠানে বিনিয়োগ করুন, নিজে লাভবান হন, দেশকে লাভবান করুন। দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করুন।’ তিনি আরও বলেন, সরকারি মিলগুলোতে পরিপূর্ণ অবকাঠামো রয়েছে। কিছু প্রয়োজনীয় সংস্কার করে নিলেই উৎপাদনে যাওয়া সম্ভব। এতে দ্রুত মুনাফা করার সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান বলেন, ইজারা নেওয়া মিলে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। বরং প্রয়োজনীয় সহায়তা করবে। তিনি জানান, ফেনীর দোস্ত টেক্সটাইল ও খুলনা টেক্সটাইল—এ দুটি মিল ইজারার বিষয়টি চূড়ান্ত প্রক্রিয়ায় আছে। আগ্রহী বিনিয়োগকারী পেলে অন্য মিলগুলোও ইজারা দেওয়া হবে।

ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এমডি বশির আহমেদ বলেন, কুড়িগ্রাম টেক্সটাইল মিলে তাঁরা পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করবেন।

বিটিএমসির কর্মকর্তারা জানান, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম টেক্সটাইল মিলে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং বহুমুখী পাটপণ্য উৎপাদন করার পাশাপাশি পরিবেশবান্ধব ইট ও স্টার্চ কারখানা করবে।

বিটিএমসির অধীনে ২৫টি বস্ত্রকল রয়েছে। এর মধ্যে ১৬টি সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) পরিচালনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। যদিও পরে পিপিপির পাশাপাশি ইজারা দেওয়ার পথেও হাঁটে তারা। এখন পর্যন্ত কুড়িগ্রাম ছাড়াও চট্টগ্রামের ভালিকা উলেন মিলস ও সিলেট টেক্সটাইল ইজারা দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকার আহমেদ বাওয়ানী টেক্সটাইল, গাজীপুরের কাদেরিয়া টেক্সটাইল মিলস, রাজশাহী টেক্সটাইল মিলস এবং চট্টগ্রামের আর আর টেক্সটাইল মিলস পিপিপিতে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে।