স্টার্টআপ খাত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বৈশ্বিকভাবে স্টার্টআপ খাতে অর্থায়ন বা বিনিয়োগ অনেক কমে গেছে। ফলে আমাদের দেশের স্টার্টআপরাও কমবেশি এই সংকটে পড়েছে।

রিদওয়ান হাফিজ

আমরা মূলত ভ্রমণ নিয়ে কাজ করি। অনেকগুলো কারণে বিদায়ী বছরটি আমাদের জন্য বেশ উত্থান–পতনের মধ্য দিয়ে গেছে। করোনা পরিস্থিতির কারণে বছরের প্রথম তিন মাস আমাদের বেশ কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। কারণ, এ সময় মানুষ ভ্রমণ একদমই কমিয়ে দিয়েছিল। মার্চের পরে আবার মানুষের ভ্রমণের প্রবণতা বাড়ে। তবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে বছরের মাঝামাঝি থেকে আবার পরিস্থিতি খারাপ হতে থাকে। 

সাধারণত প্রতিবছর অক্টোবর থেকে মানুষ ঘুরতে শুরু করেন। তবে গত বছর অক্টোবর–নভেম্বর মাসে আমরা তেমন পর্যটক পাইনি। কারণ, সাধারণ মধ্যবিত্ত মানুষ অর্থনৈতিকভাবে চাপে ছিলেন। নতুন বছরে স্বাভাবিকভাবেই মানুষ আগে তাঁর জরুরি প্রয়োজন মেটাবেন। তারপরে ভ্রমণের মতো খাতে অর্থ খরচ করবেন। ফলে অর্থনৈতিকভাবে চাপে পড়ে বিদায়ী বছরে প্রায় অর্ধেক মানুষ ভ্রমণ কমিয়ে দিয়েছিলেন। দেশের পর্যটন এলাকার হোটেলগুলো এবং বিমানের আসনসংখ্যা এ সময় বেশ ফাঁকাই ছিল। বলা যায়, ভ্রমণকারীর সংখ্যা অর্ধেকে নেমে গিয়েছিল। এরপর ডিসেম্বর মাসে এসে বাজার পরিস্থিতি একটু স্থির হলে মানুষ আবার পর্যটনমুখী হতে শুরু করেন। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা গত বছর প্রায় পাঁচ গুণ প্রবৃদ্ধি অর্জন করেছি। 

পরিস্থিতি বিবেচনায় চলতি বছর আমরা মানুষকে সাশ্রয়ী খরচে ভ্রমণের অনেক সুযোগ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। মানুষ যাতে নিজ নিজ সামর্থ্য অনুসারে হোটেল ও যাতায়াতে খরচ করতে পারেন, সেই উদ্যোগ নিচ্ছি। পাশাপাশি ভ্রমণের অর্থ পরিশোধের ক্ষেত্রেও সাধারণ মানুষকে কিস্তি–সুবিধার মতো বিশেষ সুযোগ দিতে কাজ করছি।

সার্বিকভাবে বলতে পারি, নতুন বছরে স্টার্টআপ খাত বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। কারণ, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের পর থেকে বৈশ্বিকভাবে স্টার্টআপ খাতে অর্থায়ন বা বিনিয়োগ অনেক কমে গেছে। ফলে আমাদের দেশের স্টার্টআপরাও কমবেশি এই সংকটে পড়েছে। এ অবস্থায় আমি মনে করি, স্টার্টআপের কার্যক্রম দ্রুত বাড়ানোর চেয়ে মুনাফা ধরে রেখে ধীরে ধীরে আগানো উচিত হবে। এতে স্থায়িত্ব বাড়বে।

স্টার্টআপদের অনেকেই অনলাইনভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। এ ক্ষেত্রে অনলাইন মাধ্যমে গ্রাহকদের বিশ্বস্ততা ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জ হবে। এটা করা গেলে এই খাতে প্রবৃদ্ধি বাড়বে।