ভারতের আবাসন কোম্পানি থেকে কেনা হচ্ছে সয়াবিন তেল

সয়াবিন তেল
ছবি: সংগৃহীত

ভারতীয় একটি আবাসন খাতের কোম্পানি থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে। গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস নামক প্রতিষ্ঠানটি থেকে প্রতি লিটার সয়াবিন তেল কেনা হচ্ছে ১৫৪ টাকার একটু বেশি দামে। সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে সাশ্রয়ী দামে এ সয়াবিন তেল বিক্রি করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে একটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

সাঈদ মাহবুব খান জানান, আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে অংশ নিয়ে ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারস সয়াবিন তেল বিক্রির কাজ পেয়েছে। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি ১৯ লাখ টাকা।

টিসিবির তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ থেকে ১৫৫ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৩০ থেকে ১৬৮ টাকায় কেনাবেচা হচ্ছে। সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি দিয়ে টিসিবি সয়াবিন তেল ১০০ টাকা লিটারে বিক্রি করছে।