তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনা হচ্ছে, প্রতিটির দাম ১৩৫ টাকা

প্রতীকী ছবি

নির্বাচন কমিশনের (ইসি) জন্য তিন কোটি ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ৪০৬ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে। ফাঁকা এসব কার্ডের প্রতিটির দাম পড়বে ১৩৫ টাকা ৫০ পয়সা।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে আজ মঙ্গলবার এ–বিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

সশস্ত্র বাহিনী বিভাগের আওতাধীন কোম্পানি বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) থেকে ইসি এ স্মার্ট কার্ড কিনবে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়া সরাসরি ক্রয়পদ্ধতিতে বিএমটিএফকে এ কাজ দেওয়া হয়েছে।

জানা গেছে, আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিসেস (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ স্মার্ট কার্ড কেনা হবে। নাগরিকদের ছবিসহ ভোটার কার্ড ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রথমে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল।

দুই মাস আগে গত ৯ মার্চ অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ইসির জন্য বিএমটিএফ যাতে সরাসরি ক্রয়পদ্ধতিতে স্মার্ট কার্ড কিনতে পারে, সে ব্যাপারে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

ইসি সূত্রে জানা গেছে, বিএমটিএফ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড নিয়ে এতে প্রয়োজনীয় তথ্য বসিয়ে নাগরিকদের দেবে সংস্থাটি। ফ্রান্সের ঠিকাদারি কোম্পানি ওভারথার টেকনোলজিসের সঙ্গে স্মার্ট কার্ড তৈরির জন্য সরকারের চুক্তি থাকলেও যথাসময়ে কোম্পানিটি তা বাস্তবায়ন করতে পারেনি। ফলে নাগরিকদের জন্য ইসির কার্ড দেওয়ার কাজ অনেক পিছিয়েছে।