উৎপাদনশীলতা পুরস্কার পেল ২১ প্রতিষ্ঠান

উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ ২১ প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২২ দেওয়া হয়েছে। এ ছাড়া একটি বাণিজ্য সংগঠন পেয়েছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড–২০২২।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মাল্টিপারপাস হলরুমে আজ শনিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পুরস্কারপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মালিক বা প্রতিনিধিদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এনপিওর মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পসচিব জাকিয়া সুলতানা ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম।

শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালের জন্য ছয়টি শ্রেণিতে ২১ প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে বৃহৎ শিল্পশ্রেণিতে তৈরি পোশাক উপখাতে তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইকোটেক্স লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড ও স্কয়ার ফ্যাশনস লিমিটেড। বস্ত্র উপখাতে পুরস্কার পেয়েছে যথাক্রমে গ্রিন টেক্সটাইল লিমিটেড, ফোর এ ইয়ার্ন ডায়িং লিমিটেড ও মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে খাদ্য ও পানীয় উপখাতে ইস্পাহানি টি লিমিটেড এবং ঔষধ ও রসায়ন উপখাতে পুরস্কার পেয়েছে নুভিস্তা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ ছাড়া বৃহৎ শিল্পশ্রেণিতে ইস্পাত, প্রকৌশল ও সেবা শিল্প উপখাতে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড ও মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড পুরস্কার পেয়েছে।

মাঝারি শিল্পশ্রেণিতে মোট পাঁচটি প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। সেগুলো হচ্ছে তৈরি পোশাক উপখাতের এফ জি এস ডেনিমওয়্যার লিমিটেড ও শান্তা এক্সপ্রেশনস লিমিটেড; ওষুধ উপখাতের বায়োফার্মা লিমিটেড ও গেটওয়েল লিমিটেড এবং ইস্পাত ও প্রকৌশল উপখাতের বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

ক্ষুদ্র শিল্পশ্রেণিতে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স পুরস্কার পেয়েছে যথাক্রমে শেলটেক হোল্ডিংস লিমিটেড, রংপুর ফাউন্ড্রি লিমিটেড ও আদজি ট্রিমস লিমিটেড। এ ছাড়া মাইক্রো শিল্প, কুটিরশিল্প ও রাষ্ট্রায়ত্ত শিল্পশ্রেণিতে এ পুরস্কার পেয়েছে যথাক্রমে মাসকো ডেইরি এন্টারপ্রাইজ, রূপকথা ফ্যাশন ও কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।

এদিকে ২০২২ সালের জন্য ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।