অর্থনীতি সমিতির অন্তর্বর্তী কমিটি, নেতৃত্বে মাহবুব উল্লাহ ও হেলাল উদ্দিন

বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাহবুব উল্লাহ, সদস্যসচিব হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন।

আজ বুধবার অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভায় নেওয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী এই কমিটি গঠন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সমিতির ২০২৪-২৬ কমিটির সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২৯ সদস্যের এই অন্তর্বর্তী কমিটির অপর সদস্যরা হলেন আবু আহমেদ, এ কে এম ফজলুল হক, এ কে এম আতিকুর রহমান, এম এ তসলিম, এ টি এম নূরুল আমিন, অতনু রব্বানী, আবুল কালাম আজাদ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, সায়েমা হক, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার ও মোহাম্মদ মাসুদ আলম।

কমিটিতে সদস্য হিসেবে আরও আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আবদুল বাকি, মোহাম্মদ মুজাফ্‌ফর আহমেদ, মো. জাকির ছায়াদউল্লাহ খান, এ এইচ এম সেলিমউল্লাহ, মোহা. ফরিদ উদ্দীন খান, মো. সাইফুল ইসলাম, আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন, পার্থ সারথী ঘোষ, নাজমুল ইসলাম ও সৈয়দ এসরারুল হক।

২০২৪ সালের ১৮ মে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কাজী খলীকুজ্জমান আহমদ সভাপতি ও মো. আইনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তাঁদের নেতৃত্বে ২৯ সদস্যের ওই কমিটির পরবর্তী দুই বছর (২০২৪-২৬) মেয়াদে দায়িত্ব পালন করার কথা ছিল।

তবে গত ৫ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনীতি সমিতির কমিটি পরিবর্তনের দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় আজ অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।