খোলাবাজারে ডলারের দাম কমেছে

মার্কিন ডলারছবি: সংগৃহীত

চাহিদা কমে যাওয়ায় এবং সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দেশের খোলাবাজারে মার্কিন ডলারের দাম কমেছে। বর্তমানে খোলাবাজারে প্রতি ডলার ১২১-১২২ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহ তিনেক আগেও ১২৫ টাকার মতো ছিল।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যবসায়ী বা মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো জানায়, আজ বুধবার খোলাবাজারে ১২১ থেকে ১২২ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে তারা।

ব্যবসায়ীরা জানান, গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর মানুষের বিদেশযাত্রার প্রবণতা কমেছে। পাশাপাশি খোলাবাজারে ডলারের প্রবাহ বেড়েছে। এ দুই কারণে ডলারের দাম আগের তুলনায় কমেছে। বিদেশে ভ্রমণকারীরা সাধারণত খোলাবাজার থেকে ডলার কিনে থাকেন।

রাজধানীর ধানমন্ডির খোলাবাজারের ডলার বিক্রেতা মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, হাতে হাতে যে ডলার আসছে, তার দাম কমে ১২১ টাকায় নেমেছে। আমার এখান থেকে বেশির ভাগ ক্ষেত্রে ভারতগামী যাত্রীরা ডলার কেনেন। তবে কিছুদিন ধরে এ ধরনের যাত্রী একেবারেই কম আসছেন।

জানা গেছে, গত জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত খোলাবাজারে প্রতি ডলার ১১৮-১১৯ টাকার মধ্যে বেচাকেনা হতো। এর আগের কয়েক মাসও নগদ ডলারের দাম একই রকম ধারায় ছিল। তবে ছাত্র আন্দোলনের সময়ে জুলাইয়ের শেষ দিকে ডলারের দাম বাড়তে থাকে; একপর্যায়ে তা ১২৫ টাকার ওপরে চলে যায়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর থেকে ডলারের দাম কমতে থাকে।

এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তারা আজ বুধবার প্রতি ডলার ১২০ টাকায় বিক্রি করছে। তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে ডলার তেমন বিক্রি করছে না।