দেশে টয়োটার গ্রাহকসেবায় নতুন উদ্যোগ
আজ থেকে উন্নত গ্রাহকসেবা এবং পরিচালনায় দক্ষতা নিশ্চিত করতে টয়োটা টুসো করপোরেশন ব্যবসায়িক কার্যক্রম চালু করেছে। অটোমোবাইল খাতের দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে টয়োটা নতুন কার্যক্রম নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও চট্টগ্রামের দুটি ওয়ার্কশপ থেকে গ্রাহকেরা সেবা নিতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে বিক্রয়োত্তর সেবা, মেরামত ও ওয়ারেন্টি–সংক্রান্ত যেকোনো বিষয়ে গ্রাহকেরা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজধানীর ভাটারার (অ্যাপোলো হাসপাতালের পাশে) কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার কারবয় প্রাইভেট লিমিটেডে সেবা নিতে পারবেন।
এ ছাড়া গ্রাহকেরা বিক্রয়োত্তর সেবা যেন দ্রুততম সময়ে এবং কোনো রকম জটিলতা ছাড়াই পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো তথ্য পাওয়ার জন্য www.toyotacare-bd.com ওয়েবসাইট পরিদর্শন করার কথা বলা হয়েছে। কল সেন্টারের নম্বর +৮৮০ ৯৬৬৬ ৭০৮০০০।