রাশিয়ার চলতি হিসাবে উদ্বৃত্ত বাড়ছেই

ডলার
ছবি: সংগৃহীত

ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এতে দেশটি সামগ্রিকভাবে সমস্যার সম্মুখীন হলেও কিছু ক্ষেত্রে লাভবান হয়েছে। বিষয়টি হলো, আমদানি কমে আসার পাশাপাশি তেল ও পণ্য বিক্রি থেকে ক্রমবর্ধমান রাজস্ব আয়ের সুবাদে রুশ সরকারের চলতি হিসাবের উদ্বৃত্ত গত বছরের তুলনায় তিন গুণ বেড়েছে।

কোনো দেশের চলতি হিসাবে উদ্বৃত্ত থাকার অর্থ হলো, তাদের রপ্তানি বাণিজ্য চাঙা এবং সেখানে বিদেশি বিনিয়োগও বাড়ছে। চলতি বছরের জানুয়ারি-জুলাই সময়ে রাশিয়ার চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ১৬৭ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫০ বিলিয়ন ডলারের কিছুটা বেশি। খবর সিএনবিসির

মঙ্গলবার ব্যাংক অব রাশিয়ার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইউক্রেনে যুদ্ধ শুরু করায় রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দেয় পশ্চিমারা। তখন থেকেই নিত্যপণ্য, কাঁচামাল, জ্বালানি রপ্তানি মস্কোর আয়ের নির্ভরযোগ্য উৎস হয়ে ওঠে। নিষেধাজ্ঞার কারণে দেশটির আমদানিতেও ধস নামে। মূলত এসব মিলিয়েই তৈরি হয়েছে চলতি হিসাবের উদ্বৃত্ত। জুন পর্যন্ত চলতি বছরের প্রথম ছয় মাসে যার পরিমাণ দাঁড়ায় ১৩৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তবে বেশির ভাগ দেশের অবস্থা রাশিয়ার মতো নয়। গত ২০ বছরের মধ্যে ডলারের মান এখন বিশ্ববাজারে সর্বোচ্চ। ফলে আমদানিনির্ভর দেশগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়তে শুরু করেছে।